আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩১
অতীতে বিচারব্যবস্থা দুর্নীতিবাজদের প্রটেকশন দিয়েছে বলে মন্তব্য করেছেন সানেম-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। শুক্রবার রাজধানীর এফডিসিতে আর্থিকখাতের বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ অয়োজিত ছায়া সংসদে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে ১৪—১৫ বছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ঋণ খেলাপির নতুন মাত্রা যুক্ত হয়েছে। ছোট ছোট প্রকল্প থেকে মেগা প্রকল্পসহ সব ক্ষেত্রেই দুনীতির ছায়া ছিল। আমরা দেখেছি যিনি ঋণ খেলাপি, তিনিই কর খেলাপি আবার তিনিই অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজ। অতীতে দেশের বিচারব্যবস্থা দুর্নীতিবাজদের প্রটেকশন দিয়েছে।’
ড. সেলিম রায়হান বলেন, ‘এস আলম বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সালিশি মামলার যে হুমকি দিয়েছে তা নৈতিকতা বিবর্জিত। নিরাপদ দূরত্বে থেকে এসব কথা না বলে দেশে ফিরে এসে বললে ভালো হয়। শাস্তি প্রদানের জন্য তার বিরুদ্ধে দুর্নীতি ও ব্যাংক ধসিয়ে দেয়ার যথেষ্ট প্রমাণ আছে। তার এই হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘পতিত আওয়ামী সরকারের আমলে আর্থিক খাতের যে ক্ষত তৈরি হয়েছে তা কল্পনারও বাইরে। এত অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি আর কোথাও হয়েছে কি-না তা আমার জানা নেই। মিথ্যা উন্নয়নের গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সুবিধাভোগীরা। জিডিপি’র মিথ্যা পরিসংখ্যান দেখিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। টাকা ছাপিয়ে কৃত্রিমভাবে অর্থনৈতিক সংকট সামাল দেয়ার চেষ্টা করেছিল পতিত সরকার।’
কিরণ আরো বলেন, ‘আমরা এলডিসি’র গ্রাজুয়েশনের ফাঁদে পড়েছি। বিগত সরকারের আমলে বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের যে পরিকল্পনা গ্রহণ করেছিল, তা বাস্তবমুখী নয়। দুঃখজনক হলেও সত্য যে, আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত নই। শুধুমাত্র উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নেয়া হচ্ছিল।
তিনি বলেন, ‘কৃত্রিমভাবে আত্মমর্যাদা বৃদ্ধি করে বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিগণিত করা হবে ভুল সিদ্ধান্ত। তাই অন্তর্বর্তীকালীন সরকার এলডিসি’র গ্রাজুয়েশন নিয়ে বিগত সরকারের যে কর্মপরিকল্পনা ছিল তা ভালো করে পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করি।’
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আর্থিকখাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে’ শীর্ষক ছায়া সংসদে সরকারি তিতুমীর কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিতকরা বিজয়ী হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |