আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০৩
অনলাইনে পর্ণ ভিডিও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এই চক্রের তিন মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলো চক্রের মূল হোতা আবু মুসা ইমরান আহমেদ সানি, মোঃ আবু শামা, ফাতেমা আক্তার, শায়লা আক্তার, শাহ আরমান ও মোঃ সেলিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১টি মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, ২টি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবই এবং ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর ২০২২ খ্রি.) ঢাকা, সিলেট, নোয়াখালী, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) দুপুর ২:৪৫ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
সিটিটিসি প্রধান বলেন, অনলাইন প্লাটফর্মে অপরাধ প্রবণতা নিরসনে সরকার ও পুলিশ অত্যন্ত কঠোর। এই অপরাধ প্রবণতা নিরসনে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ নিয়মিত তদারকি করে একটি আন্তর্জাতিক ভিডিও লাইভ প্লাটফর্ম সম্পর্কে জানতে পারে। পরে ব্যাপক অনুসন্ধান ও অনলাইন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে উক্ত অনলাইন মোবাইল এপ্লিকেশন সাইটটির মূলহোতা আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত আবু মুসা ইমরান আহমেদ সানি সারা দেশে ১২০ জনের অধিক এজেন্টের মাধ্যমে ২০২০ সাল থেকে ভিডিও লাইভ স্ট্রিমিং সাইটটি চালাচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে তাদের ৩০ জনের অধিক এজেন্ট রয়েছে।
তিনি বলেন, আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীদের সহায়তায় বাংলাদেশে অননুমোদিত ভার্চুয়াল ডায়মন্ড ও ভার্চুয়াল গেম কয়েন ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃত আবু মুসা ইমরান আহমেদ সানির ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এ্যাকাউন্ট স্টেটমেন্ট পর্যালোচনায় গত ৩ মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়। অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে উপার্জিত টাকা তারা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করতো।
গ্রেফতারকৃত আবু মুসা ইমরান আহমেদ সানি ও তার সহযোগীরা পরষ্পরের যোগসাজসে অনলাইন প্লাটফর্মে লাইভ পর্ণ ভিডিও সাইট পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে পাচার করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান সিটিটিসি প্রধান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় রুজু করা মামলায় রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান হাবীবের সার্বিক নির্দেশনায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |