আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৮
বিডি দিনকাল ডেস্ক :-ঢাকা জেলার সাভার উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আজ ১৩/০৩/২৩ তারিখ সকাল ১১ টায় সাভার উপজেলা পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার জনাব শায়লা শারমিন মিতু। অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন জনাব মোঃ বজলুল রশিদ, জেলা ব্র্যাক প্রতিনিধি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মাইগ্রেশন ফোরাম সদস্য, বিদেশ ফেরত, সাভার থানার পুলিশ কর্মকর্তাসহ আরো অনেকে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন মিতু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের মানব পাচারের চিত্র, কিভাবে মানব পাচার প্রতিরোধে কাজ করা যেতে পারে, মানব পাচার প্রতিরোধে সরকার ও বেসরকারি সংস্থার ভুমিকা ইত্যাদি বিষয় তুলে ধরেন এবং মানব পাচার প্রতিরোধে সরকারের পাশাপাশি ব্র্যাকের সম্মিলিতভাবে কাজ করা আগ্রহ ব্যক্ত করেন। অতঃপর সঞ্চালক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উম্মুক্ত আলোচনায় সকলকে আহ্বান করেন মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান ও মতামত দেয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (সাবেক) রোকেয়া হক বলেন, যারা সম্ভাব্য অভিবাসী তাদের উচিত দক্ষ হয়ে বিদেশ যাওয়া। অদক্ষ হয়ে বিদেশ গেলে প্রতিকূল পরিস্থিতিতে পরতেই হবে, তাই দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কোন বিকল্প নাই।
এছাড়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করতে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোসাঃ কামরুন্নাহার বলেন, নারী ও পুরুষদের পাচারের চিত্র ভিন্ন। একজন নারী ভিক্টিম পাচারের অভিজ্ঞতা নিয়ে যখন সমাজে ফিরে আসে তখন সমাজ থেকে পর্যাপ্ত মানসিক সাপোর্ট পায়না। বরং সামাজিকভাবে প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হয়, যা আমাদের কাম্য নয়। এজন্য দক্ষতার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করাটাও জরুরি, যাতে করে কাউকে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসতে না হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাভার ইন্সপেক্টর নয়ন কাকন বলেন, মানব পাচারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভিক্টিমের মাঝে প্রলোভন কাজ করে। দালালের মিথ্যা আশ্বাসে তারা অনেকসময় আপনজনের কাছে অনেকসময় তথ্য লুকিয়ে দালালের ফাঁদে পড়ে।। পরবর্তীতে পরিবার থানায় কোন মামলা দায়ের করতে গেলে উপযুক্ত প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়। তাই মামলা দুর্বল হয়ে যায়। আমাদের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সেমুহুর্তে সম্ভব হয়না। তাই আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সবার আগে মানব পাচারের বিষয়ে সচেতন হতে হবে এবং মামলা দায়ের এর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি জনাব মোঃ মাজহারুল ইসলাম তার মূল্যবান বক্তব্য প্রদান করতে গিয়ে শুরুতেই ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মানব পাচার প্রতিরোধে এমন একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য। তিনি বলেন, ব্র্যাক বরাবরই সরকারের সহযোগি হিসেবে কাজ করেন যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, অভিবাসীদের বিষয়গুলো আমাদের খুব গুরুত্বের সাথে আমলে নিতে হবে। কেননা তাদের পাঠানো রেমিট্যান্স এর কারণেই আমাদের দেশের এত উন্নয়ন সম্ভব হচ্ছে। তাদের অবদান অস্বীকার করার কোন উপায় আমাদের নেই। মানব পাচার প্রতিরোধ করতে হলে আমাদের রিক্রুটিং এজেন্সির ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দরকার হলে তাদের বৈধতা বাতিল করতে হবে। পাশাপাশি দালালকে কোনপ্রকার ছাড় দেয়া যাবেনা, সে যত ক্ষমতাশালীই হোক না কেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন. অনিরাপদ অভিবান ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই তাই এলাকার জনগনকে সচেতন করতে তিনি মতবিনিময় সভার সকলের প্রতি আহবান জানান। সতবিনিময় সভার উপস্থিত সকলেই মানব পাচার প্রতিরোধ যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে একমত পোষন করেন। পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন মতবিনিময় সবার সঞ্চালক মোঃ আনোয়ার হোসেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |