আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৫
বিডি দিনকাল ডেস্ক :- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ এবং পরিবারের সদস্যদের সুবিধা নেয়ার তথ্য নাকচ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের জেরে নিজের সরকারি বাসায় বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। বলেন, এই অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত।
বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে তার পরিবার ও স্বজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরে আমার ক্রয়সূত্রে কোনো জমি নেই। পৈতৃক সূত্রে থাকতে পারে। আমার কাছে থাকা তথ্য-প্রমাণ থেকে বলতে পারি আমার বড় ভাই অধিগ্রহণের আগেই বিক্রি করে দেন। বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় আমার বা পরিবারের কারও জমি নেই। রাজনৈতিক কোনো সহকর্মীর জমি থাকতে পারে। তবে অন্য কেউ দুর্নীতি করেছে কি না, তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া উচিত বলেও জানান তিনি।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |