কেনো মর্যাদা সম্পন্ন এই মহান সাংবাদিকতার পেশা মর্যাদা হারাচ্ছে। কেনো শুদ্ধতার মাঝে ঢুকে পড়েছে নাম সর্বস্ব অপ-সাংবাদিকতা। দুর্নীতি ঢুকে গেছে এ পেশায় ও। পেশা নয়, শুধু মনে হচ্ছে এ’টি এ’টি একটি মহালাভী ব্যবসা। অশিক্ষিত, কু’শিক্ষিতরা-ই অর্থের বিনিময়ে আন্ডারগ্রাউন্ড পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে বিভিন্ন পেশার মানুষকে ভয়ভীতি, আর সরলতার সুযোগ নিয়ে হরদম প্রতারণা করে যাচ্ছে ওই সব ভূঁইফোঁড় সংবাদপত্র ও কথিত ওইসব সাংবাদিকরা। যাহা সাংবাদিকতা আর সংবাদপত্রের জন্য হুমকি স্বরূপ ও বটে। সত্যিকারার্থে বলতে দ্বিধা নেই যে, যারা হলুদ সাংবাদিকতা করেন কিংবা ৫শ’ টাকায় আন্ডারগ্রাউন্ড পত্রিকার কার্ড এনে দাপট দেখান তারা আমার এ লেখার কোথাও কোথাও বেশ মজা ও পাচ্ছেন। তাই না? তবে, আমার এই বিষয় গুলো সাধারন কারো জন্য নয়। যারা সাংবাদিক নামের দোহাই দিয়ে কারো না কারো সাথে প্রতারণা করে প্রকৃত সাঙবাদিকদের মহান পেশার ওপর কালিমা লেপন করে যাচ্ছে তাদের জন্য। ভুয়া আর হলুদ সাংবাদিকে ভরে গেছে পুরো দেশ। এরা সাংবাদিক নয়, সমাজের কীট। এরা মানুষকে ব্লাকমেইলিং করে টুই-পাইস কামাচ্ছেন বেশ। এদের কাছ থেকে সবাইকে সাবধান হতে হবে । এদের কারণে, সংবাদপত্র, সাংবাদিক, সাংবাদিকতা বিষয়ে দেশের বেশির ভাগ মানুষেরই স্বচ্ছ ধারণা নেই। সাংবাদিক মানেই ধান্ধাবাজ, প্রতারক, ব্লাকমেইলার ও ভীতিকর ব্যক্তি এমন ধারণাই পোষণ করে দেশের সংখ্যাগরিষ্ট মানুষ। আসলে সৎ মনোভাবে ভেবে দেখলে দেখা যাবে যে, প্রকৃত সাংবাদিকদের মধ্যে কেউ এর ধারে-কাছে ও নেই বা এর কোনোটা-ই নন তারা। নিদ্ধিধায় বলা জলে-সাংবাদিকতা একটা মহান পেশা। এটা কেবল পেশা নয়, একজন সাংবাদিক এ সেবায় থেকে মানুষকে সেবা দিতে পারেন নিম্চয়-ই। দেশের কিছু অসৎ সম্পাদক এবং সাংবাদিক অর্থের বিনিময়ে সারা দেশে নানা অপরাধে জড়িত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয়পত্র দিয়ে এ পেশার সম্মানহানি করে চলেছে । এরা সাংবাদিক নন। সাংবাদিক নামের কলংক। সমস্যাটা এখানেই। দেশে হরদম সাংবাদিক পরিচয় ব্যবহারের মাধ্যমে নানাবিধ: সুযোগ-সুবিদা হাতিয়ে নেয়া বা বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগ নিয়ন্ত্রণ করতে হবে কঠোর ভাবে। নিয়ন্ত্রণ আরোপে প্রকৃত সাংবাদিকদের সাহসী উদ্যোগ নেয়া অতিব জরুরী প্রয়োজন। বাংলাদেশে সাংবাদিক হতে কোনো সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগছে না। হুট করে-ই সাংবাদিক হয়ে যেতে পারছে যে কেউ। না, এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও কোনো বিষয় নয় ! সুশিক্ষিত ও মানসম্পন্ন সাংবাদিক ও কলামিস্ট এদেশে অনেকেই আছেন, যারা তাদের ক্ষুরধার ও বুদ্ধিদীপ্ত লেখনী দ্বারা সমাজের অনেক অসঙ্গতি সুন্দরভাবে ফুটিয়ে তুলে সমাজ এবং সমাজের বিবিন্নস্তরের মানুষকে সচেতন করে তোলে যাচ্ছেন প্রায়শ:ই।