আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৬
বিডি দিনকাল ডেস্কঃ-অবশেষে কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে সৌদি আরব। দেশটির সঙ্গে স্থল ও সমুদ্র বন্দর খুলে দিচ্ছে তারা। দীর্ঘ সময় ধরে চলমান বিরোধের মধ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কাতারের সঙ্গে বিরোধের ফলে সৌদি আরব সহ বেশ কিছু পারস্য উপসাগরীয় দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু অনলাইন বিবিসি বলছে, মঙ্গলবার সৌদি আরবে হতে যাচ্ছে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সামিট। তার আগেটই এমন ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বিরোধ নিরসনের একটি চুক্তি স্বাক্ষর হবে।
প্রায় সাড়ে তিন বছর আগে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিবেশী দেশগুলো।
দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বেশ কয়েক মাস ধৈর্য্য ধরতে হয়েছে। কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে সেই উদ্যোগে এগিয়ে আছে কুয়েত। কিন্তু হোয়াইট হাউজ থেকে এক্ষেত্রে চাপ আসতে থাকে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে আসছে। তার আগেই তার প্রশাসন এ বিষয়ে একটি সমাধান চায়। প্রায় সাড়ে তিন বছরের ‘ব্লকেডের’ ফলে একই সঙ্গে কাতারের অর্থনীতির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে একীভূত পারস্য উপসাগরেরর একতার ক্ষতি হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলো তাদের পিঠে যে ছুরিকাঘাত করেছে সেই ক্ষত কি এত সহজেই সেরে যাবে! এ জন্যই বিশেষ করে একটি দেশ- সংযুক্ত আরব আমিরাত, এ উদ্যোগ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে। তাদের সংশয় কাতার প্রকৃতপক্ষে তার পথ পরিবর্তন করবে না। কাতার যখন সন্ত্রাসে সমর্থন দেয়ার অভিযোগ অস্বীকার করেছে, তখন তারা গাজা, লিবিয়ায় ও অন্যান্য স্থানে ইসলামপন্থি রাজনীতিকদের সমর্থন দিয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |