আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৯
কামরুল হাসান বাবলু:- অবশেষে সকল আইনি জটিলতা কাটিয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক ,ঢাকা কলেজের সাবেক ভিপি ,মুন্সিগঞ্জের শ্রীনগর-সিরাজদিখানের মাটি ও মানুষের নেতা ,তৃনমুলের নেতা কর্মীদের আসার আলোর প্রদীপ জননেতা মীর সরফত আলী সপু কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্ত হলেন আজ ২০ এফ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময়।
এই সময় জেল গেটে তাকে বরণ করতে উপস্থিত ছিলেন তার বড় ভাই , বিএনপি নেতা ও সাবেক কমিশণার মীর আশরাফ আলী আজম , স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন উজ্জ্বল , ছাত্রদল নেতা মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ ।
এদিকে মুক্তির জন্য সার্বিক সহযোগিতা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্নান্ন নেতৃবৃন্দ ,সকল আইনজীবী এবং মুন্সিগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী, সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মীর সরফত আলী সপু ।
তিনি বলেন , এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগার গুলোতে বিনা অপরাধে বন্ধি রয়েছে ।যত দ্রুত সম্ভব তারা মুক্ত হয়ে আসুক সেই কামনা করি ।
মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জিয়ার সৈনিকদেরকে আটকানো যাবেনা ,তেমনি আন্দোলন সংগ্রাম থেকেও দূরে রাখা যাবেনা ।জিয়া পরিবার ,দল ও দেশের মানুষের কল্যানে কাজ করে যাবোই ।আমাদের নেতা তারেক রহমান এর নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন মীর সরফত আলী সপু ।
উল্লেখ্য গত গত বছরের ৩০ নভেম্বর পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ২০২৩ইং ঢাকা থেকে মীর সরাফত আলী সপুকে গ্রেপ্তার করে পুলিশ।
এই মামলায় তিনি গত ১৬ ফেব্রুয়ারি জামিন পান। এরপর কারামুক্ত হওয়ার প্রাক্কালে কারাফটক থেকে তাকে রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও গত ৫ ডিসেম্বর রমনা থানায় দায়ের করা ওই মামলার এফআইআরে তার নাম ছিল না।
এরপর ওই মামলায় গত ২২ মার্চ তিনি জামিন পান। জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পূর্বে আবারও জেলগেট থেকে রমনা থানা ও পল্টন থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই মামলা দুটির এফআইআরেও সপুর নাম ছিল না।
যেহেতু দুইবার জামিন পাওয়ার পরও এফআইআরে নাম না থাকা সত্ত্বেও সপুকে জেলগেটে বারবার গ্রেফতার দেখানো হয়। এ কারণে পরবর্তীতে আবার জামিন পাওয়ার পর পূনরায় অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানোর আশঙ্কায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
সেই রিটের শুনানি নিয়ে আদালত মীর সরাফত আলী সপুকে জামিন পাওয়ার পর সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ব্যতিত জেলগেটে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ । একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন এই আদালত।
অন্যদিকে গত ১ এফ্রিল শনিবার মীর সরফত আলী সপু ঢাকা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ৬ ঘন্টার প্যারেলে মুক্তি পেয়ে তার বড়ো ভাইয়ের জানাজায় অংশগ্রন করেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |