আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৬
অবশেষে গোলের দেখা পেয়েছে বাংলাদেশের ফরোয়ার্ডরা। তাও একটি নয়, দুটি। গোল দুটি করেছেন মজিবুর রহমান জনি ও পাপন সিং। এই দুই গোলের সুবাদে এই বছর বাংলাদেশ জাতীয় দলের অষ্টম ম্যাচে এসে গোল সংখ্যা দাঁড়ালো তিন-এ। এর আগে ভুটানের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন শেখ মোরসালিন। প্রথম প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে হারের পর গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে সিরিজে সমতা আনলো স্বাগতিকরা। প্রথম প্রীতি ম্যাচে রক্ষণের নিস্ক্রিয়তায় গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচেও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ভুল পাসে গোল খায় দল। তবে এই ধাক্কা সামলে ম্যাচের ৪৩তম মিনিটে দৃষ্টিনন্দন গোল করে ম্যাচে সমতা ফেরান জনি। আর যোগ করা সময়ে পাপন সিংহের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে একটি পরিবর্তন এনে একাদশ সাজান কোচ কাবরেরা। কাজেম শাহ কিরমানির বদলে জনিকে মাঝমাঠে খেলান বাংলাদেশ কোচ। প্রথমার্ধে এই মিডফিল্ডারই দলের ত্রাতা। দুই দলের খেলাই শুরুতে ছিল সাদামাটা। ১৮তম মিনিটে প্রথম আক্রমণ শাণায় মালদ্বীপ; আগের প্রীতি ম্যাচে জয়সূচক গোল করা আলী ফাসিরের শট ক্রসবারের উপর দিয়ে যায়। ২৪তম মিনিটে তপুর ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। ভুল পাসে এই অভিজ্ঞ ডিফেন্ডা বল তুলে দেন ইব্রাহিম মাহাদির পায়ে। মাহাদির থ্রু পাস ধরে সাদউদ্দিন ও তপুর ফাঁক দিয়ে বেরিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাসির। ৪০তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় বাংলাদেশ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক। ফিরতি বলে ফাঁকায় থাকা শেখ মোরসালিনের শট যায় ক্রসবারের উপর দিয়ে। তিন মিনিট পর সমতার স্বস্তির উল্লাসে মেতে ওঠে গ্যালারি। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ে শট নেন মজিবুর রহমান জনি। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক শারিফ হুসেইনের গ্লাভসকে ফাঁক দিয়ে জালে জড়ায় বল। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে হারে কাবরেরার দল। হারের পর দিনই হোটেলে গিয়ে দলকে উৎসাহ যোগান বাংলাদেশ ফুটবলের নতুন অভিভাবক তাবিথ আউয়াল। গতকালও স্টেডিয়ামে হাজির ছিলেন তাবিথ। কাল প্রথমবারের মতো ফুটবল দেখতে মাঠে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রিকেটার তামিম ইকবালকেও দেখা গেছে গ্যালারিতে। এদের সামনে ম্যাচের ৪৯ মিনিটে মালদ্বীপের রক্ষণের ভুলে বল পেয়ে গিয়েছিলেন রাকিব হোসেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে তার নেয়া শট অসাধারণ দৃঢ়তায় রক্ষা করেন মালদ্বীপ গোলরক্ষক শারিফ হুসেইন। ৫৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নাইচ হাসানের ক্রসে আহমেদ রিজুভানের হেড প্রথমে রক্ষা করেন মিতুল মারমা। পরে কর্নারে ক্লিয়ার করেন সাদ উদ্দিন। ম্যাচের বাকিটা সময় আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। কোচও তিনটি পরিবর্তন এনে চেষ্টা করেছেন। বিশেষ করে মোরসালিনের বদলে সুযোগ পাওয়া পিয়াস আহমেদ নোভা সুযোগ পেয়েছিলেন দুটি। যার একটি ম্যাচের ৮৪তম মিনিটে। শাহারিয়ার ইমনের নেয়া শট গোলরক্ষক প্রতিহত করলে বল পেয়ে যান নোভা। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলে গতকাল অভিষেক হওয়া এই ফরোয়ার্ড। পরের মিনিটে রহমত মিয়ার ফ্রি কিকে মাথা ছুঁয়ে ছিলেন নোভা, তবে ভাগ্য খারাপ থাকায় তা জালে প্রবেশ করেনি। ম্যাচের যোগকরা সময়ে দারুন এক গোল করে বাংলাদেশ। শাহারিয়ার ইমনের ক্রসে গোলটি করেন সোহেল রানা বদলে নামা পাপন সিং। বাকি সময় আটকে রাখলে ২-১ এ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ফুটবলাররা। এ জয়ে বাংলাদেশ মালদ্বীপের দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হলো। এটি চলতি বছর অস্টম ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের দ্বিতীয় জয়। এ বছর তিন গোলের দেয়ার বিপরীতে মিতুল-শ্রাবণরা গোল হজম করেছে ১৫টি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |