আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৪
বিডি দিনকাল ডেস্ক :- অবশেষে রাজধানীর দক্ষিণখানের চাঞ্চল্যকর খাইরুল হত্যা মামলার মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দক্ষিণখান থানার ফায়দাবাদ আদম আলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম।
তিনি বলেন, ‘খায়রুলের শরীরে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন শহিদুল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
গ্রেফতারকৃত শহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম আরও জানান, শহিদুল দক্ষিণখান ফায়দাবাদ আদম আলী মার্কেটে জজ মিয়ার মাংসের দোকানে কসাইয়ের কাজ করে। প্রতিদিন মাংস বিক্রি শেষে তার নিজ বাড়ি বেরাইদে চলে যায়। গত ১২ নভেম্বর মাংস বিক্রি শেষে বাকীতে বিক্রি করা মাংসের টাকা সংগ্রহের জন্য রাতে বের হয়। রাত বেশি হওয়ায় খায়রুল তাকে তার দোকান ‘আফসাল গোস্ত বিতান’-এ ঘুমাতে বলে। একই এলাকার পাশাপাশি দোকানদার হওয়ায় খায়রুলের কথায় রাজি হয়ে সেদিন রাতে তার দোকানে ঘুমায় শহিদুল। রাত সাড়ে বারোটার দিকে খায়রুল তাকে বলাৎকার করার চেষ্টা করলে তার ঘুম ভেঙ্গে যায়। এ জন্য সে রাগান্বিত হয়ে দোকানের বক্সে থাকা মাংস কাটার চাপাতি দিয়ে খায়রুলের মুখের উপরে আঘাত করে। ফলে খাইরুল নিচে পড়ে যায়। মৃত্যু নিশ্চিত করার জন্য পুনরায় তার ঘাড়ে উপর্যুপরি তিনটি কোপ মারে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি দোকানে থাকা কম্বল দিয়ে মুছে বক্সে রেখে দেয়। একই কম্বল দিয়ে খায়রুলকে ঢেকে রেখে সে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা দক্ষিণখান থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তি মাধ্যমে দক্ষিণখান থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শহিদুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |