আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৫
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : অবশেষে তৃতীয় লিঙ্গের ববিতার স্থান হলো আত্রাই কেন্দ্রীয় সরকারী গোরস্থানে। তার আতœীয় স্বজন লাশ নিতে রাজি না হওয়ায় এবং তার গ্রামের গোরস্থানে দাফন করতে সম্মতি না হওয়ায় প্রশাসনের সহায়তায় তাকে দাফন করা হলো আত্রাই কেন্দ্রীয় সরকারী গোরস্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই রেল কলোনীতে প্রায় ১৬ বছর থেকে বসবাস করতো নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত আকালার তৃতীয় লীঙ্গের নারী ববিতা (৪০)। গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় নিজ শয়নঘরে সে বিষপানে আতœহত্যা করে। বুধবার বিকেলে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করেন আত্রাই থানা পুলিশ। এদিকে লাশ উদ্ধার পর থেকে তার দাফন নিয়ে বিপাকে পড়ে পুলিশ। রেলকলোনী সংলগ্ন ভরতেঁতুলিয়া গোরস্থানের সভাপতি সাফ জানিয়ে দেন তাকে সেখানে দাফন করতে দেয়া হবে না। তার আতœীয় স্বজনও লাশ নিতে রাজি না। অবশেষে আতœহাত্যার প্রায় ৪০ ঘন্টা পর তার লাশ ময়না তদন্তের পর স্থানীয় প্রশাসনের সহায়তায় উপজেলা ছাত্র লীগের নেতা কর্মীদের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার বাদ আছর জানাজা শেষে আত্রাই উপজেলা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ বলেন, যেহেতু তার কোন ওয়ারিশ নেই তাই নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ মনে করেই আমরা তার লাশ দাফনের ব্যবস্থা করেছি। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ববিতার বাবা, মা, ভাই-বোন কেউ জীবিত নেই। তার অন্যান্য আতœীয় স্বজনও লাশ নিতে রাজি নয়। বাধ্য হয়ে সরকারী গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তার আতœহত্যার ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |