আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৪
অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো। চট্টগ্রাম ও মংলা বন্দর খুলে গেল ভারতীয় পণ্যের জন্য। ভারতীয় দূরদর্শন এই খবর দিয়ে জানাচ্ছে যে দুটি বন্দরের জন্যই পার্মানেন্ট ট্রানজিট অর্ডার পেয়ে গেছে ভারতীয় কর্তৃপক্ষ। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ভারতের অন্য স্থানে পণ্য পরিবহনে সময় এবং খরচ কম লাগবে। পণ্য পরিবহন সুগম হবে। তবে, স্বাভাবিকভাবেই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ কয়েকটি শর্ত রেখেছে। চট্টগ্রাম ও মংলা বন্দরে ভারতীয় ক্লিয়ারিং এজেন্টদের বাংলাদেশ কাস্টমস থেকে পাঁচ বছরের মেয়াদি লাইসেন্স নিতে হবে। এমন কোন পণ্য পরিবহন করা যাবে না যা বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম এবং মংলা বন্দরে ভারতীয় হ্যান্ডলিং এজেন্টদের পাঁচ বছরের মেয়াদি লাইসেন্স নিতে হবে বাংলাদেশ কাস্টমসের কাছ থেকে। এছাড়াও কোনো ভারতীয় পণ্য সাতদিনের বেশি ফেলে রাখা যাবে না চট্টগ্রাম ও মংলা বন্দরে।
ভারতীয় কর্তৃপক্ষ এই শর্তে কোনো আপত্তি নেই বলেই জানিয়েছে। ফলে, পণ্য পরিবহনে ভারত-বাংলাদেশ এক নতুন দিগন্তের উন্মোচন করলো বলে মনে করা হচ্ছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |