আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩০
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করে ৫’শ রিঙ্গিত জরিমানা দিয়ে কাগজপত্রবিহীন কর্মীদের দেশের যাওয়ার সুযোগ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। এর ফলে জুন ২০২২ পর্যন্ত অবৈধ শ্রমিকেরা সরাসরি বিমানবন্দরে গিয়ে জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন।
দেশটির মন্ত্রীসভায় আজ ( বৃহ:স্পতিবার) এটি অনুমোদিত হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচি ২০২০ সালের ডিসেম্বর থেকে বাস্তবায়িত হওয়ার পর থেকে, ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৯২,২৮১ জন অবৈধ অভিবাসী এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছে, যেখানে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ দেশে ফিরে গেছেন।
২৬৮২১ জন বাংলাদেশী এ প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশে ফিরে গেছেন, ছাড়াও ইন্দোনেশিয়া ৯৯,০৪৭ এবং ভারত ২৩,৮৪৪ জন নিজ নিজ দেশে ফিরেছেন। এই সংখ্যার মধ্যে মোট ১৬২,৮২৭ জন অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন।
এদিকে কাগজপত্রবিহীন অভিবাসীদের প্রোগ্রাম কাউন্টারে এবং বিমানবন্দর বা জেটি টার্মিনালে অযথা ভিড় না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রতারক চক্রের কবলে পড়ে ভুয়া কাগজপত্র নিয়ে বিমানবন্দরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |