আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪২
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে সংখ্যালঘু দুই ছেলে মেয়ের মধ্যে অবৈধ শাররীক সম্পর্ক গড়ে উঠে। অসামাজিক কার্যকলাপের সময় এলাকার মানুষের কাছে হাতে নাতে ধরা পড়ে। পরে উভয় পরিবারের সমঝোতায় বিবাহের স্ধিান্ত হয়। পরের দিন অভিযুক্ত ছেলেটি পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে। এ বিষয়ে মেয়েটি উপায়ান্তর না পেয়ে সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের শি^পন সরকারের ছেলে বখাটে দিপংকর সরকার বিয়ের প্রলোভনে ফুসলিয়ে একই গ্রামের গোলক সরকারের মেয়ে ঝর্ণা সরকারের সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এ নিয়ে কানা ঘুষা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এলাকার লোকজন দিপংকরের বাড়িতে উভয়কে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য শুকলাল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিবাহের সিদ্ধান্তে সমঝোতা হয়। পরের দিন কৌশলে অভিযুক্ত বখাটে দিপংকর সরকারকে পালিয়ে যেতে সহযোগিতা করে তার পরিবার। স্থানীয় ইউপি সদস্য শুকলাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সমাজে অপবাধ প্রাপ্ত ঝর্না সরকার উপায়ান্তর না পেয়ে অভিযুক্ত বখাটে দিপংকর সরকারের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্র্ষনের অভিযোগ এনে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |