আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৬
বগুড়া : মহান আল্লাহকে নিয়ে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক মাদ্রাসাছাত্রীকে (১৮) আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে হলেও তিনি বর্তমানে গাজীপুরে থাকেন।
আজ সোমবার দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় আটক এক মাদ্রাসাছাত্রীকে আনার জন্য উপপরিদর্শক (এসআই) সিয়ামকে পাঠানো হয়েছে। শেরপুর থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘পুতুল রানী’ নামে ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেওয়া হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ফলে শত শত মুসলিম জনতা ওই ছাত্রীর শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ মিছিল ও তার বাবার বাড়ি ঘেরাও করে। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ওই ছাত্রী হিন্দু ধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত দুর্গা পূজার মধ্যে ওই ছেলের সঙ্গে তিনি বাড়ি থেকে পালিয়ে যান এবং নাম পরিবর্তন করে পুতুল রানী রাখেন।
এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনেছি। এখন আমি তাকে মেয়ে বলে স্বীকার করি না। সে ঢাকায় থাকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আমিও তার শাস্তি চাই।’
ওই ছাত্রীর বড় ভাবি জানান, প্রতিবেশী এক হিন্দু ধর্মাবলম্বী ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পূজার আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে ওই ছাত্রী পালিয়ে যান। পূজার পর তিনি মাথায় সিঁদুর ও হাতে শাখা পরে বাড়িতে আসেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায় ছাত্রীর বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।
গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘রোববার রাতে এক মাদ্রাসাছাত্রীকে আটক করে সোমবার সকালের দিকে শেরপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |