আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৩
ঢাকা : রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে এনায়েত কবির (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। অনলাইনে কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণাসহ ব্ল্যাকমেইল করে আসছিলেন তিনি।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে গ্রেফতার এই প্রতারকের কাছ থেকে ১টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং ১টি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের গ্যালারিতে এবং মেমোরিকার্ডে বিভিন্ন ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, ছবি ও ভিডিও কন্টেন্ট পাওয়া গেছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বলেন, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পল্টন মডেল থানাধীন জিপিও মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি চক্রের সদস্য ও প্রতারক কবিরকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি টিম। তিনি কুরুচিপূর্ণ ও বিভিন্ন অশ্লীল ছবি-ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে আইডি খুলে তা বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছিলেন। এছাড়াও এসব ছবি-ভিডিও দিয়ে অশ্লীল কথাবার্তা বলতেন তিনি।
গ্রেফতারকৃত কবিরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |