আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪১
সিডনি রিপোর্টারঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া উদোগে ৫ই ফেব্রুয়ারী ২০২৩ রবিবার সিডনিতে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের (কিরিবিলি হাউস) সামনে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ নির্বাচনে সহায়তা জন্য এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সিডনির বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এবং বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা এম এ ইউসুফ শামীম, জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিন।
স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার সভাপতি এএনএম মাসুমের পরিচালনায় আরো ও বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র যুগ্ম সাধারণ ও যুবদলের সভাপতি খাইরুল কবির পিন্টু, বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, এস এম খালেদ, মৌহাইমেন খান মিশু, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু,আব্দুল করিম, নূর মোহাম্মদ, আনোয়ারুজ্জামান,আব্দুল মজিদ, শেখ মোহাম্মদ ফরিদ, রাশেদুল ইসলাম,তাফতুন নিতু,আমিনুল ইসলাম, সুধন যোসেফ ক্রুশ, অসীত গোমেজ, লিন্টাস পেরেরা,মোহাম্মদ বদরুল আলম, আজাদ, মোহাম্মদ হাবিব রহমান,মোহাম্মদ বাচ্চু,আলা উদ্দিন ,ইয়াসিন মোল্লা, রফিকুল ইসলাম,আশিক মিয়া, বেলাল হোসেন, খোরশেদ আলম, মোহাম্মদ বাসেত, সাহনূর রহমান প্রমুখ।
সমাবেশে সিডনির বিভিন্ন স্থান থেকে ব্যানার ,ফেস্টুন সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষের পক্ষে অস্ট্রেলিয়া সরকারকে কাজ করার জন্য অনুরোধ করেন যাতে মধ্যরাতে হাসিনা সরকারের মাধ্যমে অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করা হয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বর্তমান লেবার সরকারের সহযোগিতা এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আলোচনা এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাকে নির্দেশনা দেওয়ার জন্য আহবান জানান।
মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, প্রশাসনিক ব্যবস্থা, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি বাহিনী ১৪ বছরের দুর্নীতিগ্রস্ত সরকার কাজ করছে যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করছে।আমরা অবিলম্বে বেগম খালেদার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেবার সরকারের সহযোগিতা কামনা করছি।
এম এ ইউসুফ শামীম বলেন, বিএনপি চেয়ারপারসন ৩য় বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ২০০৭ সাল থেকে সম্ভাব্য সব উপায়ে মিথ্যা ও বিদ্বেষমূলক মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার রূপ নিয়েছে, যা প্রত্যাখ্যান করা হয়েছিল। বিচার বিভাগ দ্বারা। গুরুতর স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও, তাকে কারাবাসের সময় বর্ধিত সময়ের জন্য চিকিত্সা থেকে বঞ্চিত করা হয়েছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাকে হয়রানি করার জন্য ফৌজদারি মামলা করেছে এবং জামিনযোগ্য মামলায়ও বিচার বিভাগ তার জামিন এবং মুক্তি দিতে বিলম্ব করেছে।
এএন এম মাসুম বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। তার বাংলাদেশী পাসপোর্ট নবায়ন করা হয়নি, সম্পত্তি বন্ধ করা হয়েছে এবং তার বক্তৃতা প্রকাশ না করার জন্য সমস্ত জাতীয় মিডিয়াতে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করে যেন তিনি ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাধারণ জনগণও বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিরোধী দলের নেতাদের গুম করা খুবই সাধারণ ঘটনা। হিংস্র সরকার ও তাদের নেতাদের ভয়ে শত শত নেতা-পরিবার দেশের বাইরে।
জাকির আলম লেলিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের পর আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। মানবাধিকার চরম ভাবে ব্যাহত, মানুষের কথা বলার স্বাধীনতা নেই,মিটিং মিছিল করতে পারছেনা তাই বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় এবং দুর্নীতিবাজ অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেতে চায়।
সমাবেশ শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি পেশ করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |