আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫৫
বিডি দিনকাল ডেস্ক : নির্দলীয় নিরপেক্ষ এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণে সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু আগামীকালের (মঙ্গলবার) সমাবেশ হচ্ছে না বলে জানা গেছে।
সূত্রমতে, সমাবেশের বিষয়ে রোববার রাতে বৈঠকে বসে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ আয়োজক কমিটি। আগামী মাসে যে কোনো সময় এ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত সমাবেশ স্থগিতের বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।
আজ সোমবার দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় একসময় এক সংবাদ সম্মেলনে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে চরম অব্যবস্থাপনা, অনিয়ম, অযোগ্যতার প্রমাণ নির্বাচন কমিশন দেখিয়েছেন এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে যে নির্বাচনগুলো অর্থহীন হয়ে গেছে তার প্রতিবাদে ঢাকাতে আমাদের নির্ধারিত একটা সভা ছিল। কিন্তু দুঃখজনকভাবে এ সমাবেশেও বাধা সৃষ্টি করা হচ্ছে।
উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের দাবিতে এর আগে বরিশাল, খুলনা, রাজশাহী এবং ঢাকা মহানগর উত্তরে সমাবেশ করেছে বিএনপি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |