আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৬
কামরুল হাসান বাবলু :- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
বুধবার দুপুরে ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়রত’র পূর্বে স্মরণসভায় এসব কথা বলেন।
দেশের জনগণ ,জিয়া পরিবার ও দলের জন্য মরহুম খন্দকার দেলোয়ার হোসেন যে ত্যাগ স্বীকার করেছেন তার সেই অতীত ইতিহাস শ্রদ্ধার সাথে তুলে ধরেন মির্জা ফখরুল । তিনি সকলকে সেই ১/১১ এর সময়ের কথাও সকলকে স্মরণ করেই দেন।আজ এই সরকার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে রেখেছে।নেত্রী এখন গৃহবন্ধী ।উন্নত চিকিৎসা দেয়ার জন্য বিদেশ নিতে দিচ্ছেন এই সরকার ।আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমানকেও মিথ্যে বানোয়াট মামলায় সাজা দিয়ে রেখেছে ।আমাদের দলের ৩৫ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে এই অবৈধ ফেসিস্ট সরকার ।৬০০ নেতা কর্মীকে গুম করেছে ।১০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ।যার সব কিছু করা হচ্ছে জিয়া পরিবার ও দলকে নিশ্চিন্ন করে দেয়ার জন্য ।
তিনি আরো বলেন, এই আওয়ামী লীগের অধীনে নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচন কালীন সময়ে অবশ্যই তারা পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।
এইসময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব,বিএনপি নেতা অধ্যক্ষ সোহরাব হোসেন,মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি খন্দকার বাবলু আক্তার , সাধারণ সম্পাদক এস এম জিন্নাহ কবির , চেয়ারপারসন এর মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান প্রমুখ ।।
উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ই মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলদপুর) আসনের সংসদ্য ছিলেন এবং সংসদীয় দলের চিফ হুইপ ও ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালনও করেছেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |