- প্রচ্ছদ
-
- রাজনীতি
- আওয়ামী লীগের শান্তি সমাবেশ
আওয়ামী লীগের শান্তি সমাবেশ
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জয়পুরহাটের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শনিবার বিকেল চারটার দিকে মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ শান্তি সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাত্রাই ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবীব তালুকদার লজিক। আরও বক্তব্য দেন মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম শহীদুল, মাহবুবা বেগম প্রমুখ।
বক্তরা বলেন, ‘পদ যাত্রার নামে বিএনপি যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্যই আজকের শান্তি সমাবেশ। বিএনপি যে যে দিন কর্মসূচি দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
ছবির ক্যাপশন: শনিবারে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম শওকত হাবীব তালুকদার লজিক।
Please follow and like us:
20 20