আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৮
বিডি দিনকাল ডেস্ক: আগামীকাল শনিবার ২৮ অক্টবর রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রিয় কার্যালয়ে সমুখে প্রধান সড়কে কয়েকটি শর্তসাপেক্ষে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এমনটাও জানিয়েছেন গণমাধ্যমকে ।
সেই সঙ্গে আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন।
এ ছাড়া শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এর আগে মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রিয় কার্যালয়ে সমুখে প্রধান সড়কে সমাবেশ করার লক্ষে এই স্থানটি ছিল বিএনপির পছন্দের স্থান । অবশেষে সেই স্থানেই মহাসমাবেশ করার উমটি পেলো বিএনপি ।এই অনুমতিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ।
অবশ্য এর আগেই নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি এমন ইঙ্গিত দিয়ে ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। আজ সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই বিএনপিকে কিছু শর্তে অনুমতির বিষয়টি জানিয়ে দেয়া হবে সাথে সরকার সমর্থিত আয়ামীলীগকেও ।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |