আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৮
বিশেষ প্রতিনিধি, গাফ্ফার রিপন :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবী আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে আগামী ১৩ মে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১১/০৫/৩০২৩ ইং তারিখ ভাসানী ভবনের তৃতীয় তলায় বিকাল ৪ টায়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ্ আমান।
সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশে বলেছেন ,আগামী কয়েকটি মাস আমাদের জন্য অত্তান্ত গুরুত্বপূর্ণ । এই সরকার এখন বেসামাল । পায়ের নিচে তাদের মাটি নাই ।তাই তারা পুরোনো ধাঁচে গায়েবি মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের দূরে রাখতে চায় । কিন্তু আমরা সেই ভয়কে দূরে ঠেলে দিয়েই এবার রাজপথে আছি থাকবো। জয় নিয়েই আমরা ঘরে ফিরবো । আমরা উত্তর বিএনপি প্রমান করে দিয়েছি যে কোনো আন্দোলন সংগ্রামে পিচ পা হই না । তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।আগামী শনিবার বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের ভীত নাড়িয়ে দিবো ।
এদিকে অনুষ্ঠানের সঞ্চালক ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক পবিত্র রমজান ও ঈদুল ফিতর এর পরবর্তী আন্দোলন সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে বলেছেন , আগামী শনিবার বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান হচ্ছে । এই লড়াই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াই । এই লড়াই একটি স্বৈরাচারের পতনের লক্ষে লড়াই । এই লড়াইয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে হবে । সকল নেতৃবৃন্দ এবং জিয়ার সৈনিকদেরকে রাজপথে থাকতে হবে । আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই । রাজ্ পথ হতে হবে আমাদের ঠিকানা ।
প্রশাসনের ভিতর নড়বড় শুরু হয় গিয়েছে । তারা এখন কোন পথে যাবে তা নিয়ে চিন্তিত । বিশেষ ভাবে সারা দুনিয়া এখন বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধারে আমাদের সাথে লড়াইয়ে সামিল হয়েছে ।এই সরকারের সুবিধাভুগী আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর গুম হারাম হয়ে গিয়েছে । আরাম তারা পাবেনা। তারা এখন বেসামাল বক্তব্য দিচ্ছে । আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত দুই দিন আগে মাহামুদুর রহমান মান্নার মাধ্যমে কিছু গুরুত্ব পূর্ণ বার্তা দিয়েছেন । যে বার্তা আমাদের জন্য খুবেই গুরুত্বপূর্ণ ,অত্তন্ত সময় উপযোগী বলে উপস্থিত নেতৃবৃন্দদেরকে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে রাজ্ পথে থাকার আহ্বান জানান । যারা আন্দোল সংগ্রামে থাকবেনা ,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে উত্তর বিএনপি এই বলে সকলকে সতর্ক করে দিলেন আমিনুল হক ।
এই সাংগঠনিক সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ, ২৬ টি থানা আহবায়ক,১ নং যুগ্ম- -আহবায়ক, ২ নং যুগ্ম- – আহবায়ক বৃন্দ ও ৭১ টি ওয়ার্ড বিএনপির’ সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং ইউনিট বিএনপির’ সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |