আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৮
বিডি দিনকাল ডেস্ক : – আওয়ামী সরকারের পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রস্তুত রয়েছে । ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সেই চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপিকে ছাড়া দেশে কোন নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই লক্ষেই আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
আমান উল্লাহ আমান বলেন, আগামী ৪ মার্চ সারাদেশে বিএনপির পদযাত্রায় জন বিস্ফোরণ ঘটবে। পদযাত্রায় সাধারণ মানুষদের সাথে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার জন্য স্ব-স্ব এলাকায় বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ৪ মার্চ থানা পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি নিয়ে যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের সাথে রয়েছে, জনগণকে সাথে নিয়েই রাজপথে লড়াই করে বিজয়ী হবে এবং এ বিজয় গণতন্ত্রের বিজয় হবে ইনশাআল্লাহ।
আমিনুল হক আরও বলেন, আগামী ৪ মার্চ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের পদযাত্রায় পুরো ঢাকা প্রকম্পিত হবে। ঢাকাসহ পুরো দেশবাসীর রাজপথে নেমে আসার মাধ্যমেই হারানো গণতন্ত্রের বিজয় সূচিত হবে। সরকারের লালিত একটি কুচক্রী মহল আমাদের আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যেতে নানা ধরণের কাজ করে যাচ্ছে। জন নেতা তারেক রহমানের নেতৃত্বকে বিতর্কিত করে তুলতেই তারা দলের মধ্যে লুকিয়ে থেকে কাজ করে হচ্ছে ।সর্বস্তরের নেতা কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান আমিনুল হক।
সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসি আহম্মেদ মিষ্টি, চেয়ারম্যান আতাউর রহমান, এ জি এম শামসুল হক, মোয়াজ্জেম হোসেন মতি, আক্তার হোসেন, মহানগর সদস্য এ বি এম এ রাজ্জাক ,এডভোকেট আক্তারুজ্জামান, হাজী মো. ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, বনানী থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ , মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশ, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মো. চান মিয়া, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন দেওয়ান, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, আব্দুল কাদের বাবু, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাসসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |