আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৫
কামরুল হাসান বাবলু :-দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলীয় বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, গতকাল বুধবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়াও জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । প্রধানমন্ত্রীর বক্তব্যে আসা খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার প্রসঙ্গটি গুরুত্ব সহকারে বিএনপির মহাসচিবের আলোচনায় থাকছে।সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়েও কথা বলবেন মির্জা ফখরুল।
অন্নদিকে বেগম খোলেদা জিয়াকে নিয়ে মাইটিভির হেড অব নিউজ জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ আল-ফয়সলের প্রশ্নের উত্তরে প্রধান মন্ত্রীর জবাবের বিষয়টি বর্তমানে সর্বমহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে হৃদরোগ বি্শেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিতসাধীন আছেন। গত ১৩ নভেম্বর তাকে ভর্তি করা হয়।
৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |