আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৭
বিডি দিনকাল ডেস্কঃ-আজ (রোববার) থেকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি যাত্রীরাও। এখন থেকে দৈনিক ২০ হাজার মুসল্লি ওমরাহ পালন এবং ৬০ হাজার মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
মহামারি করোনাভাইরাসের কারণে এতদিন ওমরাহ পালনের জন্য বিদেশ থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি ছিল না। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহর কার্যক্রম শুরু হলেও কেবল সেদেশে বসবাসরতরাই এ সুযোগ পাচ্ছিলেন।
আজ ওমরাহ পালনকারীদের কাতারে শামিল হয়েছেন বিদেশ থেকে গতকাল আসা যাত্রীরাও। গতকালই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের জন্য বহু যাত্রী সৌদি আরব এসে পৌঁছান।
সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওমরাহর তৃতীয় পর্যায়ের প্রথম পর্বে মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকরা ভিসা পেয়েছেন। অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |