আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪১
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১লা জানুয়ারি বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদল গঠন করেন। পরবর্তীতে বিএনপি’র আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিতি পায় এ সংগঠন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে সব সময়ই ছাত্রদলকে দেখা গেছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর ছাত্রদলের সাংগঠনিক শক্তির বলয় কমতে থাকে। সাম্প্রতিক সময়ে অবশ্য সরকারবিরোধী আন্দোলনে বিএনপি সহযোগী হিসেবে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজ সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবে সংগঠনটি। সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবে।
দুপুর ২টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আগামীকাল ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করবে ছাত্রনেতারা। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের সাবেক নেতাদের স্মরণ করে সম্মান জানাবে বর্তমান কমিটি। ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামে সংগঠনের নিহত নেতাদের শ্রদ্ধা জানিয়ে স্মারক উপহার দিবে কেন্দ্রীয় ছাত্রদল। আজ নয়াপল্টনে ছাত্রসমাবেশ থেকে এ শ্রদ্ধা স্মারক দেয়া হবে। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি বলেন, এর মধ্যদিয়েই আমরা আমাদের প্রয়াত নেতাদেরকে স্মরণ করতে চাই। ইতিমধ্যে আমরা ১৪৮ জনের নাম পেয়েছি। তাদের নামে শ্রদ্ধা স্মারক করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা আসতে পারবেন না, তাদের বাসায় স্মারক পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। বর্তমান সরকারের পতন ঘটাতে আমরা প্রস্তুত। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো। দেশের ও জনগণের জন্য দলের হাইকমান্ডের নির্দেশে জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো আমরা এই সরকারের পতন ঘটাবো। দেশকে স্বৈরাচার মুক্ত করবো।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |