আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৫
রুহুল আমিন,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে এসএসসি ৮৭ ব্যাচের বন্ধুদের আয়োজনে এক মিলন মেলা ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ ডিসেম্বর‘২২) সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত,আহসান উল্লাহ্ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ৮৭ এসএসসি ব্যাচের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীত ও ঘুন কুয়াশা উপেক্ষা করে হৃদয়ের টানে ৮৭ এসএসসি ব্যাচের মিলন মেলায় বন্ধুরা একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আহসান উল্লাহ্ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
বন্ধুদের আয়োজনে এ সময় আত্রাই হতে বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়, উক্ত মিলন মেলা অনুষ্ঠানে সকল বন্ধু তাদের বাল্য জীবনের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে সকলেই গর্বিত মনে করে।
এ অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আলোচনায় যোগ দেন, সাবেক শিক্ষক মো.আব্দুল সামাদ মল্ডল,মো.শামীম আহমেদ,মো.মহতাব আলী মন্ডল,মো.হারুনর রশীদ।
এ সময় অন্যান্য বন্ধুদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপসচিব, মেডিকেল অফিসার, প্রফেসর, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক ও বিভিন্ন দলীয় নেতা ও কর্মীগন।বন্ধুদের বক্তব্যে অনেকে আবেগে আপ্লুত হয়ে জানায়, আমাদের সকলেরই বয়স ৫০ ঊর্ধ্বে। আমরা অনেকেই চাকুরী জীবন শেষে অবসরে এসেছি এবং আসবো, কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে হৃদ্রতা বজায় সহ সহানুভূতি, স¤প্রীতির বন্ধন রক্ষার্থে এ আয়োজনকে স্বাগত জানানো হয়।
এ আয়োজনকে সফল ও সার্থক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পক্ষে কাজ করে,মো.শহিদুল ইসলাম, মো. সাহাদৎ হোসেন রকেট,একরামূল বারী ফুরু,মো.আব্দুল মান্নান মল্ডল,মিজানুর রহমান মাসুদ,হেদায়েতুল্যা লিংকন,দেলোয়ার হোসেন,মো.রুহুল আমিন প্রমুখ।
সারাদিনের গল্প আড্ডায় মেতে সময় পার করে সকল বন্ধু স্বজনরা। দীর্ঘ দিন পর অচেনা মুখ গুলো নতুন করে বন্ধনে আবদ্ধ হয়।বিকেলে গল্প আড্ডা গান ও সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |