- প্রচ্ছদ
-
- রাজশাহী
- আত্রাইয়ে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত
আত্রাইয়ে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত
প্রকাশ: ২৫ মে, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক । কবির জীবনী ও কর্ম সম্পর্কে আলোচনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, প্রধান শিক্ষক কোহিরুল ইসলাম, বাবুল খন্দকার,শিক্ষক আবু হাসনাত সেলিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক গোলাম মর্তুজা লিটন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আয়োজক পুতুল সাউন্ড সার্ভিসের প্রোপ্রাইটর প্রদীপ কুমার সরকার কবির স্মরণে ছয়জন দুঃস্থ অসহায়ের মধ্যে বস্ত্র বিতরণ করেন। কবির জন্মদিন পালন বিষয়ে জানতে চাইলে আয়োজক বলেন, কবির প্রতি ভালোবাসা থেকে প্রতি বছরের ন্যায় এবারও পালন করলাম। তিনি যতদিন সুস্থ থাকবেন ততোদিন পালন করে যাবেন বলে জানান তিনি।
Please follow and like us:
20 20