আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।
২০০১-২০২২ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পিঁয়াজ, রোপা আমন ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহামন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী, দ্বীজেন্দ্রনাথ সরকার, শাহিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন পিঁয়াজ চাষিদের মাঝে ১ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, ১ রোল পলিথিন, সুতলী ও বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা এবং ২১০ জন আমন চাষিদের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |