আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৯
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে খাল খননের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মারিয়া ও সহেবগঞ্জ এলাকায় এ খাল খননের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
জানা যায়, উপজেলার মাড়িয়া হতে ইসরামগাঁথী পর্যন্ত ৫ কিলোমিটার ও আত্রাই হতে বুড়িগঞ্জ পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার খাল খনন করা হবে। যার প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে। ৭১ লাখ ৩৪ হাজার ৩১৭ টাকা এবং ৯৫ লাখ ৩২ হাজার ৯১৯ টাকা। এদিকে এ খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, নওগাঁর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রমুখ।
উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম জানান, এলজিইডির তত্বাবধানে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধিত এ কাজ বাস্তবায়ন হলে এলাকার কৃষকরা শুস্ক মৌসুমে খালের পানি দ্বারা কৃষি ফসল উৎপাদন করতে পারবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |