আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে শুরু হয়ে জল্পনা কল্পনা। স্বামী পক্ষ বলছেন স্বাভাবিক মৃত্যু, পিতৃপক্ষ বলছেন হত্যা।
জানা যায়, উপজেলার দর্শনগ্রামের রাসেলের (২৭) স্ত্রী সুখি খাতুন (১৯) গত বৃহস্পতিবার রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গতকাল সকালে তাকে ডাকাডাকি করে ঘুম থেকে না জাগায় তার শরীরে হাত দিয়ে দেখতে পান তিনি মারা গেছেন। বিষয়টি মেয়ের পিতৃপক্ষকে অবহিত করলে গৃহবধূর ভাই আতিকুল ইসলাম আত্রাই থানা পুলিশকে অবহিত করেন এবং এটি হত্যাকান্ড বলে আইনানুগ ব্যবস্থার জন্য লিখিত অভিযোগ করেন।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার প্রাথমিক সুরতহাল রিপোর্টে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |