আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৫
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের প্রথম সারির বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার ৬ জুন সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে এক র্যলি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। তিনি বলেন, সংবাদপত্রের জগতে দৈনিক যায়যায়দিন একটি স্বানমধন্য পত্রিকা। এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা পর্যায়ে হওয়াতে আমরা অভিভূত। সাংবাদিকরা যেমন সমাজের দর্পণ। তেমনি সংবাদপত্রও সমাজ বিপ্লবে এক বড় সহায়ক। বর্তমান সময়ে সংবাদপত্রের যে বিকাশ তাতে দেশের উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা অনেক বড়। দৈনিক যায়যায়দিন দেশের এ উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজি মো. অনিক ইসলাম, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান পলাশ। অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক কাজি আব্দুর রহমান, দৈনিক করতোয়ার সাংবাদিক মুজাহিদ খান, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, দৈনিক নয়াদিন্তের সাংবাদিক প্রভাষক রুহুল আমিন, দৈনিক গণতদন্তের সাংবাদিক মিতু মুনি, সকলের বার্তার সাংবাদিক মো. মামুনুর রশিদ সুইট, সাংবাদিক ফরহাদ রকি, আব্দুল জব্বার, মো. বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |