আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল শেখ (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মোজাম্মেল শেখ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের মৃত জোবান শেখ এর ছেলে।
থানা ও ভুক্তভোগী পরিবার স‚ত্রে জানা যায়, গত সোমবার বিকালের দিকে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। শিশুটির মা বাড়ির মধ্যে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মোজাম্মেল শেখ খাওয়ার জন্য টাকা দিতে চেয়ে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।
বিষয়টি পরিবারের লোকজন জানতে পাড়লে শিশুটির মা সোমবার সন্ধায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর সোমবার দিবাগত রাতে মোজাম্মেল শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করে আত্রাই থানায় পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোজাম্মেল শেখকে আটক করে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বক্তব্য রেকর্ডের জন্য শিশুটিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |