আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৫
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ আত্রাইয়ে নিজ খামারে অতিযতেœ প্রতিপালন করেচেন দর্শনীয় এক ষাঁড়। আদর করে নাম রাখা হয়েছে “স¤্রাট”। এ স¤্রাট বিক্রি করতে কোরবানির বাজারে দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।
আত্রাই উপজেলা সদরে সাহেবগঞ্জ ¯øুইচগেট সংলগ্ন সাদেক এগ্রো নামের একটি খামার। সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন এ খামারের সত্বাধিকারী। তিনি গত কয়েক বছর আগে উদ্যোক্তা হিসেবে নিজ উদ্যোগে গড়ে তোলেন এ খামার। তার খামারে বেশ কিছু গরু প্রতিপালন করা হয়েছে। এসব গরুর মধ্যে স¤্রাট দর্শনীয়। উঁচু ও লম্বা আকৃতির এ ষাঁড়ের আনুমানিক ওজন প্রায় ২৫ মণ বলে দর্শকরা ধারণা করছেন। বিশাল আকৃতির এ ষাঁড় কোরবানির বাজারে নেয়া কষ্টকর বিবেচনা করে খামার থেকেই এটি বিক্রির চিন্তা করছেন খামার মালিক ফিরোজ হোসেন। এদিকে বিশাল আকৃতির এ ষাঁড়টি দেখার জন্য প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।
খামার মালিক ফিরোজ হোসেন বলেন, আমি আশা করছি আমার এ ষাঁড়ের দাম ১২ লাখ টাকা হবে। বড় গরু হিসেবে ক্রেতা কম। তারপর কিছু কিছু ক্রেতা আসছেন। কিছু কমবেশি হলে আমি ষাঁড়টি বিক্রি করে দেব।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |