আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৯
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক নিখোঁজ হওয়ার দুইদিন পর সুদূর কক্সবাজারে তার সন্ধান মিলেছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মৌমিতা ইয়াসমিন বুশরা (২৭) গত বুধবার সকালে তার দায়িত্ব পালনকালীন সময়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। একটি সূত্রে জানা যায়, তিনি জুনিয়র চিকিৎসক হওয়া সত্বেও আবাসিক মেডিক্যাল অফিসারের (আরএমও) দায়িত্ব তাকে চাপিয়ে দেয়া হচ্ছিল। এতে তিনি মানষিক অস্বস্তিতে পড়ে কর্মস্থল ত্যাগ করে চলে যান। এদিকে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষও উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ব্যাপারে ওই দিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি আত্রাই থানায় একটি জিডি করেন।
এ ব্যাপরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, আমি তাকে আরএমও’র দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তিনি তা নিতে চাননি। তবে এ কারনেই তিনি আতœগোপন করেছেন কি না তা আমি বলতে পারবো না। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, আমরা তৎপরতা চালিয়ে কক্সবাজারে তার সন্ধান পেয়েছি। বর্তমানে তিনি কক্সবাজার থেকে তার বোনের বাসা রংপুরে অবস্থান করছেন। তিনি ফিরে এলে তার আতœগোপনের প্রকৃত কারন জানা যাবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |