আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩১
এ গল্প ধুম ২ সিনেমা’র মতো। গত মাসের ১৭ তারিখে মোটরসাইকেল চু’রির একটি মা’মলায় নাটোরের আ’দালতে হাজিরা দিতে এসেছিলেন সিরাজগঞ্জের সুমন হোসেন। বিভিন্ন জে’লায় চার থেকে পাঁচটা বাইক চু’রির মা’মলা রয়েছে তার।
হাজিরা দিয়ে ফেরার সময় মনে করলেন বাসে ফেরাটা ঝামেলার। তাই হঠাৎ সিন্ধান্ত পরিবর্তন করে আ’দালত চত্বর থেকেই তিনি একটি মোটরসাইকেল চু’রি করে নিয়ে যান। যা ধ’রা পড়ে সিসি টিভির ফুটেজে। এর আগে জে’লা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং ম’সজিদ মা’র্কেটসহ বিভিন্ন স্থান মোটরসাইকেল চু’রি করে সে।
সুমনের বাবাও মোটর সাইকেল চু’রির দায়ে বর্তমানে কারাগারে। মাস্টার কি (KEY) নয়, যে কোন চাবি দিয়ে হাতের কারসাজিতে চোখের পলকেই যে কোন বাইক খুলতে পারে সে।অবশেষে সম্প্রতি পু’লিশের জালে ধ’রা পড়েছে সুমন ও তার ভাই’রা রাজু শেখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |