আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩০
বিডি দিনকাল ডেস্ক:- আন্ডার সেক্রেটারি পদ-মর্যাদায় জাতিসংঘে উচ্চ প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমা। আড়াই বছরের বেশি সময় ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন তিনি। স্বল্পোন্নত, ল্যান্ডলকড উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নতির পথে থাকা ছোট্ট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতি জাতিসংঘের যথাযথ ফোকাস নিশ্চিতে প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট ইউএন-ওএইচআরএলএলএস এর প্রধান হিসেবে বৃহস্পতিবার মিজ ফাতিমাকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেঁরেস। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী রাবাব ফাতিমা। দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় কূটনীতি, নীতি-নির্ধারণ, অ্যাডভোকেসি, প্রোগ্রাম পরিকল্পনা এবং বাস্তবায়নে চমকপ্রদ বহু অর্জন রয়েছে তাঁর। উইকিপিডিয়ার তথ্য মতে, পেশাদার ওই কূটনীতিক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় নারী কূটনীতিক। ফ্লেচার স্কুল অব ল এন্ড ডিপ্লোমেসি থেকে ১৯৯৩ সালে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিজ ফাতিমা ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। কূটনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি মানবাধিকার ও মানবিক ইস্যুতে কাজ করেছেন। ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি কমনওয়েলথ সচিবালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় মানবাধিকার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। লিয়েন ছুটি নিয়ে তিনি ওই দুটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংস্থায় কাজ করেন।
তাছাড়া জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, কলকাতা, জেনেভা ও বেইজিং-এ বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৫ সালের নভেম্বরে তাকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এরপূর্বে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৫ ডিসেম্বর তিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন। স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি,ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ড প্রেসিডেন্ট এবং ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতির মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কো-চেয়ার, এলডিসি-৫ প্রস্তুতিমূলক কমিটি, ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট ও ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে রাবাব ফাতেমা বিবাহিত এবং এক কন্যার জননী। তার জীবনসঙ্গী কাজী ইমতিয়াজ হোসেনও পেশাদার কূটনীতিক। বহু দেশে দূতিয়ালি করে এখন তিনি অবসরে। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চলেছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |