- প্রচ্ছদ
-
- ঢাকা
- আবারও দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মালের সুনাম নষ্টের পায়তারার অভিযোগ
আবারও দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মালের সুনাম নষ্টের পায়তারার অভিযোগ
প্রকাশ: ৭ মে, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজালাল মালের সুনাম নষ্টের পায়তারার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি স্থানীয় একটি কুচক্রীমহল আবারও দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজালাল মালের বিরুদ্ধে নানান মাধ্যমে অপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এ ব্যাপারে চেয়ারম্যান যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। এছাড়াও তিনি আইনী পদক্ষেপ গ্রহণ করবেন করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, সম্প্রতি স্থানীয় একটি কুচক্রীমহল ইউপি চেয়ারম্যান শাহজালাল মালের ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তারই ধারবাহিকতায় সম্প্রতি ভোরে চাউলের বস্তা নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান করে তারা। পরে ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদার দিয়ে চেয়ারম্যানকে ফোন করে; ফোন বন্ধ পাওয়ায় চেয়ারম্যানের ছোট ভাই নাজমুল মালকে ফোন করে ডেকে আনে। আর পরিকল্পিতভাবে ভিডিও করে একটি নাটকীয় ঘটনা ঘটানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা চলে আসলে তারা পালিয়ে যায়। পরে ওই ভিডিও নানান মাধ্যমে প্রকাশ করে চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের সুনাম নষ্টের চেষ্টা করে। এঘটনায় চেয়ারম্যান শাহজালাল মাল আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এব্যাপারে স্থানীয় অনেকেই বলেন, চেয়ারম্যান শাহজালাল মাল দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে লেগেছে। তারা খুবই বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক অপকর্ম করেই চলছে। ওই কুচক্রীমহল নানান মাধ্যমে চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্য সুনাম নষ্ট করার চেষ্টা করে চলছে।
এ ব্যাপারে দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজালাল মাল বলেন, আমি শপথ গ্রহনের পর থেকেই একটি কুচক্রী মহল আমাদের সুনাম নস্ট করার জন্য, প্রথম থেকেই উঠে পড়ে লেগেছে, তারই ধারাবাহিকতায় অতীতের ন্যায় ভোরবেলা আনুমানিক ৫ঃ৩০ মিনিটে একটি অটোরিক্সায় করে ৪/৫ বস্তা মিনিকেট চাউল নিয়ে ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় অবস্থান করে, তখন আমার ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদার আমাকে ফোন দিয়ে আমার বন্ধ পাওয়াতে আমার ছোট ভাই নাজমুল কে ফোন দিয়ে নেয়া হয়। আমার ছোট ভাই নাজমুল মাল যাওয়ার পর পর ওদেরকে জিজ্ঞাসা করে চাউল কোথায় থেকে নিয়ে আসছে। তখন ওরা পূর্বপরিকল্পিত ভাবে ভিডিও করে। একটি নাটকিয় ঘটনা সাজিয়ে আমার সুনাম নস্ট করতে চায়। লোকজন জড় হওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়। আমি এই চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবো। আর ওই কুচক্রীমহল যতই ষড়যন্ত্র করুক, তারা সফল হবে না। কারণ, এলাকার জনগণ আমার সাথে আছে। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
এদিকে, চেয়ারম্যান শাহজালাল মালের বিরুদ্ধে নানান মাধ্যমে মিথ্যা ভাবে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন জনগণ।
Please follow and like us:
20 20