আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৯
বিডি দিনকাল ডেস্ক :- আমিই প্রবাসী, আমার ট্যাক্সি! ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ যাত্রী সেবায় বিদেশ ফেরত কর্মীদের সম্মেলিত উদ্যোগ “প্রবাসীর ট্যাক্সি”। শুধুমাত্র একটা ট্যাক্সি সার্ভিস বা ব্যবসা নয়, প্রবাস ফেরত দক্ষ কর্মীদের কর্মসংস্থান যোগানোর একটা ধাপ বলতে পারেন। আমি প্রবাসী তাই আমিই বুঝবো প্রবাসীর দুঃখ, প্রবাসীর কষ্টে অর্জিত টাকার মূল্য। বিমানবন্দরে প্রবাসীদের বাড়ি ফেরা নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়, এর মধ্যে অতিরিক্ত দামে ট্যাক্সি বা গাড়ির ব্যবসার সিন্ডিকেটের হয়রানি অন্যতম। তাই আমরা প্রবাসফেরতরা নিয়ে এসেছি “প্রবাসী ট্যাক্সি” কনসেপ্ট। এখানে ড্রাইভার হবার মূল যোগ্যতাই হলো তাকে প্রবাস ফেরত হতে হবে, এয়ারপোর্টে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রবাসীদের জন্যে ন্যায্য ও সীমিত মূল্যে বাড়ি পৌছে দিবেন আরেকজন প্রবাসী। দেশে ৪৮ শতাংশ প্রবাসফেরতরা ভুগেন ব্যাকারত্বের তীব্র যন্ত্রণায়, তাদের কর্মসংস্থান ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগের একটি এই “প্রবাসীর ট্যাক্সি” কনসেপ্ট। আমাদের প্রবাসীদের আপন বলতে আসলে কিছু নেই, পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত সবাই কেমন যেন আমাদের উপর স্বার্থপর, প্রবাসীর দুঃখ নাকি আরেকজন প্রবাসী ছাড়া কেউ বুঝেনা। আপনি প্রবাস থেকে এসেছেন কিন্তু দেশে বেকার? ড্রাইভিং জানেন? তাহলে আপনিও হতে পারেন “প্রবাসী ট্যাক্সির” গর্বিত অংশিদার। তাই দেশে আসলে আপনাকে নিরাপদে বিনা হয়রানিতে বাড়ি পৌছে দেবার দায়িত্ব একজন প্রবাসফেরত মানুষই সঠিকভাবে পালন করতে পারবে। শুধু তাই নয় আপনার থেকে আদায়কৃত ভাড়ার ২% যাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কল্যান তহবিলে। শুধু এই সেক্টরে নয় আমরা সবাই মিলে এগুলে দেশের প্রতিটি সেক্টরে প্রবাসফেরতরা তাদের মেধা প্রজ্ঞা ও শ্রম দিয়ে উজ্জ্বল নক্ষত্রের মত জ্বল-জ্বল করবে। যেকোন সময় খুব সহজেই গাড়ী ভাড়া করতে যোগাযোগ করুন: ০১৩২১১৯৯০২২ আপনার বাড়ি ফেরার সঙ্গী হোক আপনাদেরই “প্রবাসীর ট্যাক্সি”।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |