আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়ের করা তিনটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। পরে আইনজীবী সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, হেফাজতে ইসলামের সাবেক এই নেতার বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে আগে ১৮ মামলায় তিনি জামিন পেয়েছেন। মঙ্গলবার আরও তিন মামলায় তিনি জামিন পেলেন। যে তিন মামলায় জামিন পেয়েছেন, সেগুলো সব ২০২১ সালে দায়ের করা। মামলাগুলো পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগের মামলা। তিন মামলার মধ্যে দুটি সিদ্ধিরগঞ্জ ও একটি সোনারগাঁও থানার।মামুনুল হকের কারামুক্তির জন্য আরও ২০ মামলায় জামিন পেতে হবে।
এর আগে, গত ৩রা মে রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা নাশকতার ৫ মামলায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে জামিন পান। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে বক্তব্য রাখেন মামুনুল হক। সে সময় ঢাকায় বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর ওই বছরের ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যায় নেতাকর্মীরা। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের মামলাগুলো পুনরুজ্জীবিত হয়।
ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন মামুনুল। রয়েল রিসোর্ট কাণ্ডের ২৭ দিন পর ৩০শে এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে ওই নারী (মামুনুল হকের দাবি ওই নারী তার স্ত্রী) মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |