আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৯
কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্রঃ-বাকীতে লটারী বিক্রয় না করায় জার্জিয়ায় এক রোহিঙ্গার গুলিতে আলিত্যা কুমার আকাশ (৩২) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। ৪ মার্চ শুক্রবার রাত ১০ টার দিকে জর্জিয়ার ডিক্লাব কাউন্টির ক্লার্কস্টন শহরে এ ঘটনা ঘটে।জর্জিয়ার ক্লার্কস্টন পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে স্টপ অ্যান্ড সেভ ফুড মার্টে মোহাম্মদ জহির বিন মোহাম্মদ ফজল (৬০ ) নামের এক ক্রেতা তর্কের সময় ৩২ বছর বয়সী স্টোর ক্লা্কর্কে বুকে গুলি করে। ঘটনা ঘটার সাথে সাথে প্রত্যক্ষদর্শী কেউ পুলিশে কল করলে পুলিশ ঘটনা স্থানে গিয়ে স্টোর ক্লার্ককে মৃত অবস্থায় উদ্ধার করে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া সূত্রে জানা যায় মৃত্য যুবকের নাম আলিত্যা কুমার আকাশ। তিনি বাংলাদেশের ঝিনাইদহের অধবাসী।জার্জিয়ার ক্লার্কস্টন শহরে কারো সাথে সাবলেট থাকত। আলিত্যা কুমার আকাশকে গুলি করার পর মোহাম্মাদ ফজল ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং ডিক্লাব কাউন্টিতে একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনার সাথে মিলে গেলে মোহাম্মাদ ফজলকে পুলিশ গ্রেপ্তার করে। মোহাম্মদ ফজল একজন আরাকানি রোহিঙ্গা বলে জানা যায়। সে ঐ স্টোরে প্রায়ই লটারী খেলতে আসত এবং মাঝে মধ্যে বাকীতে লটারী খেলত। ঘটনার দিন স্টোর ক্লার্ক বাকীতে দিতে অস্বীকার করলে সে ক্ষীপ্ত হয়ে তাঁকে গুলি করে। মোহাম্মদ ফজলের বিরুদ্ধে নৃশংস হত্যার অভিযোগ আনা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অবাঞ্ছিত মৃত্যু হওয়ায় দেশে তার বাবা মা ভাইবোন পাগল প্রায়। আলিত্যা কুমারের মরদেহ দেশে পাঠানোর প্রস্ততি নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |