- প্রচ্ছদ
-
- অপরাধ
- আশুলিয়ায় পিস্তল মতিনের নেতৃত্বে দুর্বৃৃত্তদের পিস্তলের ছুড়া গুলি থেকে বেঁচে গেলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
আশুলিয়ায় পিস্তল মতিনের নেতৃত্বে দুর্বৃৃত্তদের পিস্তলের ছুড়া গুলি থেকে বেঁচে গেলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
প্রকাশ: ৪ অক্টোবর, ২০২০ ৫:০৭ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা ভাইস চেয়ারম্যানকে লক্ষ করে গুলি ছুড়েছে পিস্তল মতিনের নেতৃত্বে ৩/৪ জন দুর্বৃত্ত। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র্যব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে (২ অক্টোবর) সাইনবোর্ড ভাঙ্গা ও হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন উপজেলা ভাইস চেয়ারম্যানের ম্যানেজার এবাদাত হোসেন।
ভুক্তভোগী শাহাদাত হোসেন খান জানায়, আশুলিয়ার ওই এলাকার এসএ দাগ ২৮৪, ২৮৫ ও আরএস দাগ ৮৯৬ এর মোট ৫.২৫ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মান করেন। গতকাল শ্রক্রবার একই এলাকার ইয়াসিন মিয়া ও বিপ্লবসহ ৩ থেকে ৪ জন অনধিকার প্রবেশ করে সাইনবোর্ড ভাঙ্গচুর করে ভাড়াটিয়াদের হুমকি প্রদান করে আজ শনিবার বাসা ছেড়ে যেতে বলে এবং বাড়িতে আগুন দিয়ে ভাড়াটিয়াদের মেরে ফেলার হুমকি প্রদান করে। এঘটনায় অভিযোগ দায়ের করলে আজ সকাল ১০ টায় তদন্তে আসতে চায় পুলিশ। সকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় তারা বিকেলে তদন্তে আসেন এবং দেখেন ভয়ে ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাচ্ছে। তাদের বাসায় ফিরে যেতে বলে তদন্ত শেষ করে চলে যান তারা। বাসায় কয়েকজন ভাড়াটিয়া থাকায় বিবাদিরা আবার জোড়পুর্বক তাদের বের করে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশকে জানিয়ে ঘটনাস্থলে গেলে মতিনের বাড়ি থেকে আমাকে লক্ষ করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে দুই রাউন্ড গুলি ছোড়ার সত্যতা মিলেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্তকর্তা।উল্লেখ থাকে, মতিনের বিরুদ্ধে আশুলিয়া থানা ডজন খানেক সাধারণ অভিযোগ ও মামলা রয়েছে। এই মতিন অত্র এলাকায় সাধারণ মানুষসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে চিটারি বাটপারি এবং ক্ষমতার অপব্যবহার করে অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাছাড়া আসে বিভিন্ন জায়গা জমি দখল নিতে সন্ত্রাসীদের ব্যবহার করে থাকে। এই পিস্তল মতিনের বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগীরা বিভিন্ন সময় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। এখনো ওই এলাকার সাধারণ মানুষ গুলো তার ভয়ে আতংকে দিন কাটাচ্ছে।
Please follow and like us:
20 20