আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পুর্ব শত্রæতার জেরে আশুলিয়ায় প্রকাশ্যে ইউনিয়ন যুবলীগ নেতার হাত ও পা ভাঙ্গার পর এক পায়ের রগ কেটে শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে সাবেক ছাত্রলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীরা। এ ঘটনায় আহতের বাবা মো তোবারক হোসেন বাদি হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ০২ জুন বুধবার সকাল ৭ ঘটিকার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত বাসস্ট্যান্ড এলাকার ডেন্ডাবর ঈদগাহ মাঠ সংলগ্ন কাচাঁবাজার গলির সংলগ্ন মাইলস্টোন স্কুলের সামনে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতিমোঃ ফরহাদ হোসেনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকআহত অবস্থায় ফেলে রেখে চলে যায় সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুকের ক্যাডার বাহিনীরা । স্থানীয়দের সহযোগিতায় আহত যুবলীগ নেতাকে মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা তার একটি পাঁ ও একটি হাত ভেঙে গুড়িয়ে দেয়াসহ একটি পায়ের রগ কেটে দেওয়ার কারনে এবং প্রচন্ড রক্ত ক্ষরনের কারনে, তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
আহত যুবলীগ নেতা ফরহাদ হোসেনের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় ফরহাদ আজও ভোর বেলা জীমে শরীর চর্চার জন্য বের হয়। সকাল ৭ টার দিকে জীমে শরীর চর্চা শেষে একা বাসায় ফিরছিলেন। এসময় পুর্বে থেকে ওত পেতে থাকা মাহবুব, তমাল, আলমগীর ও সোহেলের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী লোহার পাইপ,হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ফরহাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে তার হাত-পা ভেঙে গুড়িয়ে দেয়াসহ একটি পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। এরপর সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ সন্ত্রাসী হামলার ঘটনার বিষয় ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডলের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি কোন মন্তব্য না করেই, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ জিয়াউল ইসলাম জানান, ঘটনার বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |