আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৬
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ঋণের চাঁপে হারুন অর রশিদ (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বুধবার বেলা সারে ১১টার দিকে আশুলিয়ার ধলপুর এলাকার তার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হারুন-অর-রশিদ মানিকগঞ্জের ঘিওর থানার রাজাকান্তাপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌসের ভাড়া বাসায় থেকে হোটেল ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানায়, হারুন একটি হোটেল ব্যবসা করার জন্য বিভিন্ন লোকজনের কাছ থেকে ঋণ নিয়ে আশুলিয়ার ধলপুর এলাকায় হোটেল ব্যবসা করতেন। কিন্তু মহামারি করোনার কারণে তার আয় কমে যায়। এতে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এরউপর আবার ঋণের টাকার জন্য পাওনাদারের চাঁপ।
বুধবার ভোরে ঘরের দড়জা বাহির থেকে আটকে রেখে বাড়ির উঠানের একটি লিচু গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হারুন। এদিকে এলাকাবাসি তার লাশ লিচু গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার উপপদির্শক মো: ইউনুস আলী জানান, ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে তাদের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি মৃত হারুন ঋণগ্রস্থ ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |