আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় কারখানার অপরিশোধিত বর্জ্য পানিতে ১০ বিঘা আয়তনের একটি পুকুরে মাছের মরক দেখা দিয়েছে। ঘটনায় আশুলিয়া থানায় ভোক্তভোগী মৎস্য খামারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র কলেজপাড়া কলাবাগানের দক্ষিণ পাশের পুকুরে মাছের এ মরক দেখা দেয়।
পুকুরটির মালিক রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার ছোট ভাই মালেক ১০ বিঘা আয়তনের ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। বিগত ছয় মাস আগে রুই, কাতল, সিলভার কার্প, তেলাপিয়া, বাটা, পুটি ও বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ সহ নানা প্রজাতির প্রায় ৫০ মন মাছের পোনা ছেড়েছিলেন। ওই পোনা এখন ছয় মাস পরে প্রায় কোনটা এক কেজি আবার কোনটা হাফ কেজি সহ নানা সাইজের প্রায় এক’শ মনের মত হবে। কিন্তু গতকাল রাতে তার পুকুরের পাশে মার্স ওয়াস এন্ড ডেনিং লিমিটেড নামের একটি কারখানার অপরিশোধিত বর্জ্য পানি ছেড়ে দেয়। সেই পানি সরাসরি পুকুরে পড়ার কারণে সকাল থেকেই পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে বিষয়টি তাকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে আসেন এবং দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এতে তার পুকুরের প্রায় এক’শ মণের মত মাছ মরে গেছে। যার তার প্রায় ৭/৮ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
এ বিষয়ে মার্স ওয়াস এন্ড ডেনিং লিমিটেড কারখানার প্রকৌশলী রুস্তম আলী মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখেছি। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব ঘটনাস্থলে এসেছিলেন। পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট আসলেই জানা যাবে। তবে তিনি দাবী করেন তার কারখানার পানি থেকে মাছ মরেনি। আর মানুষ একজনের উপরে দোষ চাঁপাতে পারলেই বাঁচে।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমরা পুকুরের পানি পরীক্ষা করে দেখতে পারি। পুকুরের পানির যদি এ্যামোনিয়া গ্যাস বেড়ে যায়, আমরা এই পানির প্যারামিটারগুলো দ্রবীভুত অক্সিজেন মাপার মত যন্ত্রগুলো আমাদের আছে। যদি কেমিক্যাল বিষক্রিয়ায় মাছ মারা যায় এটা পরীক্ষা করার মত ব্যবস্থা আমাদের নাই। তবে পানি এবং মাছ নিয়ে আসলে পরীক্ষা করেই বলা যাবে মাছ মরার কারণ কি। এছাড়া যদি কারখানার পানির কারণে কিছু হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |