আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৬
ঢাকা:-ঢাকার আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় চায়ের দোকানীকে লোহার রড দিয়ে পিটিয়ে পায়ের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তার সহযোগীরা। বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দোকানি নজরুল ইসলাম।
অভিযুক্তরা হলেন আশুলিয়ার পাথালিয়া ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নয়ন (২৮), স্বেচ্ছাসেবক লীগ নেতা নিলয় (২২), এছাড়া আরও অজ্ঞাত দুই থেকে তিনজন।
ঘটনায় ভুক্তভোগী চা বিক্রেতা নজরুল ইসলাম জানান, বিভিন্ন সময় কামরুল ইসলাম নয়ন ও তার সহযোগী নিলয়সহ কয়েকজন মিলে তার চায়ের দোকানে চা, সিগারেটসহ বিভিন্ন খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যেত। এতে তাদের কাছে অনেক টাকা বকেয়া হয়ে পড়েছে। বুধবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা চা সিগারেট খেয়ে টাকা না দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি বিনয়ের সঙ্গে বলেন- ভাই আমার সংসার এ দোকানের টাকায় চলে, আপনার বকেয়া টাকাটা কবে দিবেন।
তিনি বলেন, এতে পাথালিয়া ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ক্ষিপ্ত হয়ে বলেন- এখানে দোকান করতে হলে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিতে হবে।
এ সময় চা দোকানী নজরুল ইসলাম তাদেরকে চাঁদার টাকা দিতে রাজি না হলে নেতারা তার দোকানে উঠে মারপিট শুরু করে। এক পর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। তাদের রডের আঘাতে চা দোকানীর পায়ের আঙ্গুল ভেঙ্গে যায়। এসময় আশপাশের লোকজন আসলে তারা পালিয়ে যায়। তারা দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকার সিগারেট লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, অপরাধ কর্মকাণ্ডে জড়িত কেউ প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |