- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় জাতীয় শোক দিবস পালিত
আশুলিয়ায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ঢাকার আশুলিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতা, পুলিশ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে রোববার আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
এসময় জেলা ও থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আশুলিয়া থানা আওয়ামী হকার্সলীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শিল্প পুলিশ-১ এর উদ্যোগে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সহ শিল্প পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
দুপুর সোয়া ১২ টার দিকে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান তার সাথে উপস্থিত ছিলেন।
পরে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে বাইপাইলস্থ এলাহী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও আশুলিয়ার শিমুলিয়া বাজার এবং নাল্লাপোল্লা এলাকায় শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মাসুদ আল নূর সজিবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে নরসিংহপুর বটতলা এলাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহব্বায়ক মঈনুল ইসলাম ভূইয়া, থানা যুবলীগ নেতা সালাউদ্দিন সরকার, মাহাবুব (মাহু সরকার), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমিন সরকার, সাধারন সম্পাদক মোঃ সোহেল মোল্লা, সহ সভাপতি শাহীন সরকার, যুগ্ম-সম্পাদক সোহেল সরকার, জুয়েল মোল্লা, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন খান জয়, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রামণিক সহ থানা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20