আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় বিউটি আক্তার (২৬) নামের এক গৃহবধু নিখোঁজের ৯দিনেও উদ্ধার হয়নি। ঘটনায় নিখোঁজের স্বামী রিপন মিয়া গত ১৫ মে আশুলিয়া থানায় একটি ডায়েরী করলেও এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি তার।
এদিকে, নিখোঁজ গৃহবধুর সাদিয়া আক্তার নামের ৬বছরের একটি প্রতিবন্ধী কন্যা শিশু রয়েছে। মায়ের জন্য অবিরত ওই শিশুটি কন্যা করেই যাচ্ছে।
আশুলিয়া থানায় দায়ের করা জিডি থেকে জানা যায়, গত ১২ মে ভোরে আশুলিয়ার কাইচা বাড়ি এলাকার ওই গৃহবধূর ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। পরে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে অন্য কেউ ধরে বলে তোর বউকে অনেক ভালোবাসো তাইনা। তাহলে তোমার বউকে পাইতে হলে ২ লক্ষ টাকা দিয়ে তাকে নিয়ে যাবি তানাহলে আমরা ৬/৭ জন আছি তার সাথে যা মনে লয় তাই করবো বলে হুমকী প্রদান করে মুঠোফোনটি বন্ধ করে দেয় যা এখনো বন্ধ রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় ১৫ মে ১১৫৫ নং একটি নিখোজ ডায়রী করেছে এবং নবীনগর র্যাব ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছে স্বামী রিপন। থানায় ও র্যাব অফিসে আবেদন করার পর আজ পর্যন্ত গৃহবধুর স্বামী রিপন প্রতিবন্দী ৬ বছরের শিশু সন্তানকে নিয়ে হন্ন হয়ে ঘুরেও কোন সহযোগিতা পাচ্ছেনা।
নিখোজ গৃহবধুর উদ্ধারের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে উপপরিদর্শক (এস আই ) হাসিব জানান, এই জিডিতো আমাকে তদন্ত দেয়ার কথা নয়। তাছারা আমি জানিনা জিডি আমার নামে ইন্ডোজ করা হয়েছে।
তাতক্ষনিক আশুলিয়া থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজামান এর মুঠোফোনে বিষয়টি জানাইলে তিনি বলেন আমি এখনি এস আই হাসিবকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিচ্ছি। এরপর ৩ মিনিট পর এস আই হাসিব এই প্রতিবেদকের মুঠোফোনে যোগাযোগ করে জিডি নম্বর চেয়ে নিয়ে বলেন আমি কললিষ্টের জন্য আবেদন করবো।
উল্লেখ থাকে, গৃহবধু উদ্ধার না হলে প্রতিবন্দী ৬ বছরের শিশু সন্তানকে লালনপালন করা অসম্ভব হয়ে পড়বে এমনকি শিশুটির জিবন অনিশ্চয়তার মধ্যে রয়ে যাবে। শিশুটির বাবা রিপন কর্মস্থলে যেতে পারছেনা বিধায় অন্য, বস্ত্র ও ঔষধ যোগান দিতে পারছেনা ফলে তাদের বেচে থাকা অসম্ভব হয়ে পড়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |