আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় পূর্ব কলতাসূতি এলাকায় নিখোঁজের দুই দিন পর ৭ বছরের শিশু আসিফ খাঁ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র পূর্ব কলতাসূতি এলাকায় ওই শিশুর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ খাঁ ঢাকার আশুলিয়ার পূর্ব কলতাসূতি এলাকার জুয়েল খাঁ’র ছেলে। সে স্থানীয় দি প্যারোজ নামের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজনরা জানান, গেল ১১ অক্টোবর বিকেল ৫টার পরে আসিফ নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যার পরে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু এরপরও কোন খোঁজ খবর না পেয়ে পরেরদিন সন্ধ্যায় আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি গলিতে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার জানান, প্রাথমিকভাবে জানা গেছে গত দুই দিন আগে শিশু আসিফ নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ধরণা করা হচ্ছে, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |