আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫১
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে। একপর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেট আঞ্চলিক সড়ক অবরোধ করে জেড এ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে কারখানা কর্মকর্তাদের আশ্বাসে ১ঘন্টা পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।
বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক রয়েছে। এরআগে প্রতিমাসের বেতন ১০ তারিখের মধ্যেই পরিশোধ করা হতো। কিন্তু বিগত দুই মাস ধরে বেতন দিতে গড়িমসি শুরু করে কর্তৃপক্ষ। গেল দুই মাস ধরে কারাখানা কর্তৃপক্ষ বেতন দিতে গরিমসি শুরু করলে আজ তারা বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করেন।
বিক্ষুব্দ শ্রমিকরা আরো জানায়, মাতৃকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকা দেওয়া হয় না। তাদের দাবি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে।
কারখানার জেনারেল ম্যানেজার বাবু বলেন, বিষয়টি নিয়ে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধির সাথে বসা হয়েছে। আশা করছি বিষযটি সমাধান হবে।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, কারখানার শ্রমিকরা কিছুই বলতে পারে না, বললেই চাকরিচ্যুতের হুমকি দেয়। কারখানা কর্তৃপক্ষ সব সময় বাইরের লোক দিয়ে শ্রমিকদের ভয়-ভীতি দেখায়। এ ধরনের অভিযোগ অনেক শ্রমিক করেছেন। এছাড়া শ্রমিক নেতাদের সাথেও একই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বসা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |