- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
আশুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে (১৭ মার্চ) বগাবাড়ি এলাকায় এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে কেট কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা আমরা ভাই ভাই। আমাদের নিজেদের মধ্যে যদি ভুলবোঝাবুঝি হয়ে থাকে সেটা ব্যক্তিগত। দলের নামে কোনো বিরুপ মন্তব্য হয় এমন কাজ করা থেকে আমরা সবাই বিরত থাকবো।
এসময় তিনি আরও বলেন, আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশের জন্মদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে এদেশের জন্ম হতো না। আজকে আমরা সেই নেতার জন্মদিন পালন করছি।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সাফল্য কামনাকরে দোয়া করা হয়।
এসময় আশুলিয়া থানা আওয়ামিলীগ এর সভাপতি ফারুক হাসান তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামীলীগের ১ম যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন খান সহ আ.লীগ এর অঙ্গসংগঠনের নেতারাকির্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20